মো: সোহেল রানা:: খাগড়াছড়ি দীঘিনালায় ট্রাফিক সেবায় যুবদল-ছাত্রদল-সেচ্ছাসেবকদল কাজ করছে। শনিবার(১২ জুলাই ২০২৫) সকালে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় বোয়ালখালী নতুন বাজার প্রতি শনিবার হাটের দিন হওয়ার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার নির্দেশক্রমে দীঘিনালা উপজেলায় ট্রাফিক সেবায় যুবদল- ছাত্রদল- সেচ্ছাসেবকদল কাজ করছে।
বিশেষ করে গরু বাজার, লারমা স্কোয়ারের মোড়ে যানজটে কারনে সাজেকগামী পর্যটক সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে। শনিবার সকালে দেখাযায় যুবদল- ছাত্রদল- সেচ্ছাসেবকদলের সদস্যরা মোড়ে মোড়ে দাঁড়িয়ে গাড়ি ড্রাইভারকে নির্দেশ দিয়ে পারাপার করে দিচ্ছে। সাজেকগামী পর্যটকরা বিএনপির এধরনের সেবা দেখে অত্যন্ত খুশি।

দীঘিনালা উপজেলায় যুবদলের আহবায়ক মো মোতালেব হোসেন বলেন, দীঘিনালা উপজেলায় চট্টগ্রামে ২য় চাকতাইখ্যাত পাইকারী বাজার বোয়ালখালী নতুন বাজার শনিবার হাটের দিন প্রচুর যানজট সৃষ্টি হয়,বিশেষ করে সাজেকগামী পর্যটকরা বেশি সমস্যায় পড়ে।
পার্বত্য অঞ্চলে পর্যটন শিল্প অর্থনৈতি জোন হিসেবে প্রচুর সম্ভবনা রয়েছে, তাই আমার সেচ্ছাসেবী হিসেবে বিএনপির যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল টাফিক সেবা দিচ্ছি। প্রতিশনিবার এই টাফিক সেবা অব্যহত থাকবে।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন