স্টাফ রিপাের্টার:: কল্পনার নান্দনিক লেকভিউ গার্ডেন এবার ধরা দিলো বাস্তবায়নের মধ্য দিয়ে। রাঙ্গামাটি জেলা শহরের ফিসারিঘাট সড়কের পাশে গড়ে তোলা হয়েছে ‘লেকভিউ গার্ডেন’টি। সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের রাঙ্গামাটি বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করেছে।

বুধবার (২ জুলাই ২০২৫) বিকেলে গার্ডেনের অভ্যন্তরে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন, সওজ চট্টগ্রাম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আতাউর রহমান।

এতে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জাহেদ হোসেন, চট্টগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহে আরেফিন, রাঙ্গামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমাসহ সওজের কর্মকর্তারা।

সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আতাউর রহমান বলেন, ‘সড়ক বিভাগ সবসময় অবকাঠামো উন্নয়নের পাশাপাশি জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে সচেষ্ট। রাঙ্গামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর প্রস্তাবনা অনুযায়ী ওয়াকওয়ে ও সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেয়া হয়েছে।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন