প্রতিনিধি খাগড়াছড়ি:: খাগড়াছড়ির রামগড়ে দীর্ঘ ১৭ বছর ধরে অবহেলায় পড়া থাকা লেক পরিস্কার পরিচ্ছন্ন করছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন। বুধবার (১৮ জুন ২০২৫) সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে দলীয় নেতাকর্মীরা এ কাজ চালিয়ে যাচ্ছেন।
উদ্যোক্তারা জানান, পিছিয়ে পড়া রামগড় জনপদে পর্যটন বিকাশ ও সৌন্দর্য্য বর্ধনে বিগত বিএনপি সরকারের আমলে সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়া এ লেক ও ঝুলন্ত ব্রীজ তৈরী করেন।
তবে রাজনৈতিক প্রতিহিংসায় দীর্ঘ ১৭ বছর রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার অভাবে নষ্ট হওয়ার পথে। তাই লেক পরিস্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাফায়েত মোর্শেদ ভূইয়া ও পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন।