সব
facebook raytahost.com
পাহাড়ের শান্তির বদলে কান্না থামেনি | Protidiner Khagrachari

পাহাড়ের শান্তির বদলে কান্না থামেনি

পাহাড়ের শান্তির বদলে কান্না থামেনি

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭ তম বর্ষপূর্তিতে গণসমাবেশে জেএসএস নেতারা

 

আল-মামুন:: পাহাড়ের শান্তির বদলে কান্না থামেনি মন্তব্য করে বক্তারা বলেছেন,পার্বত্য চুক্তির পর সুবাতাসের সাথে সাথে শান্তির আশা করলেও এখনো তা বাস্তবায়িত হয়নি । সোমবার (২’রা ডিসেম্বর ২০২৪) দুপুরে খাগড়াছড়ির মারমা উন্নয়ন সংসদ কমিউনিটি সেন্টারে জেএসএস আয়োজিত গণসমাবেশে বক্তারা এসব কথা বলেন।

বক্তারা আরো বলেন, রক্তক্ষয়ী সংঘাতের পথ পাড়ি দিয়ে চুক্তি করলেও বর্তমান ইউনুস সরকারও চুক্তি নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে বলে দাবি করে পাহাড়ের এখনো শান্তি ফিরেনী বলে ক্ষোভ প্রকাশ করে জেএসএস নেতারা।

“পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলুন” স্লোগানে গণসমাবেশে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা সমর্থিত) জেএসএস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুভাষ কান্তি চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেএসএস কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরা।

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ৭২টি ধারার মধ্যে ২৫ ধারা বাস্তবায়িত হলেও কিছুধারা আংশিক বাস্তবায়িত করে অবশিষ্ট ধারা বাস্তবায়ন না করে চুক্তি বাস্তবায়ন নিয়ে মিথ্যাচার করা হচ্ছে। একই সাথে চুক্তি বাস্তবায়ন না করতে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে চুক্তি বাস্তবায়ন না করতে একাধিক মির্জাফর কাজ করছে বলে জানান।

৩০০নং আসনের এমপি বীর বাহাদুর এর নাম উল্লেখ করে পার্বত্য চুক্তির ফলে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর,খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরাকে চুক্তির বিরোধিতাকারী মির্জাফর মন্তব্য করে আন্তপান্ত তুলে ধরেন প্রধান অতিথি।

গণসমাবেশে নেতৃবৃন্দরা,ভূমি বিরোধ নিষ্পত্তি, জাতিগত স্বীকৃতি,চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন,একই সাথে পাহাড়ে শান্তি ফেরাতে সকলকে ঐক্যবদ্ধ হওয়াসহ সংশ্লিষ্টদের পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ বাস্তবায়ন দাবী করেন।

এতে বিশেষ অতিথি ছিলেন, উপজাতীয় শরণার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সন্তোষিত চাকমা বকুল,ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর সাধারন সম্পাদক মিটন চাকমা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি কাকলি খীসা,হেডম্যান,কার্বারী এসোসিয়েশন সভাপতি রনিক ত্রিপুরা, সুশীল সমাজের প্রতিনিধি- ধীমান খীসা,রবি শংকর তালুকদার,জনপ্রতিনিধি চন্দ্র রজন চাকমা।

গণসমাবেশের শুরুতে জেএসএস খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রীতি খীসার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে বক্তব্য রাখেন,যুব সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি জ্ঞান প্রিয় চাকমা,জেএসএস খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি শোভা কুমার চাকমা,রাঙ্গামাটি জেলা কমিটি সাংগঠনিক সম্পাদক জ্ঞানজীব চাকমা,পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)র কেন্দ্রীয় সহ-সভাপতি পিন্টু চাকমা প্রমূখ।

উল্লেখ যে, ১৯৯৭ সালের ২’রা তৎকালীন শান্তি বাহিনীর নেতা জ্যোতিরিন্দ্র বদি প্রিয় লারমা ওরফে সন্তু লারমার সাথে বিগত শেখ হাসিনার সরকার পার্বত্য চট্টগ্রাম চুক্তি (শান্তি চুক্তি) সম্পাদন করে।

আপনার মতামত লিখুন :

প্রসীত বিকাশ খীসার বিবৃতির প্রতিবাদ ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র সভাপতির

প্রসীত বিকাশ খীসার বিবৃতির প্রতিবাদ ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র সভাপতির

দমন-পীড়নে পার্বত্য চট্টগ্রামে লড়াই-সংগ্রাম স্তব্ধ করা যাবেনা

দমন-পীড়নে পার্বত্য চট্টগ্রামে লড়াই-সংগ্রাম স্তব্ধ করা যাবেনা

প্রতিষ্ঠার ২৬ বছরে ইউপিডিএফ’র বার্তা

প্রতিষ্ঠার ২৬ বছরে ইউপিডিএফ’র বার্তা

পার্বত্য চুক্তি বাস্তবায়নের আন্দোলন জোরদারের আহ্বান

পার্বত্য চুক্তি বাস্তবায়নের আন্দোলন জোরদারের আহ্বান

যুবলীগ সভাপতি বিপ্লব কুমার শীল গ্রেপ্তার

যুবলীগ সভাপতি বিপ্লব কুমার শীল গ্রেপ্তার

মহালছড়ির আ’লীগ নেতা জসিম উদ্দিন গ্রেপ্তার

মহালছড়ির আ’লীগ নেতা জসিম উদ্দিন গ্রেপ্তার

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com