আলমগীর মানিক,স্টাফ রিপাের্টার:: রাঙামাটি জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে উইমেনস সাফ চ্যাম্পিয়ন বিজয়ী পাহাড়ের মেধাবী তিন নারী ফুটবলারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২৩ নভেম্বর২০২৪) মারী স্টেডিয়ামে তাদের সংবর্ধনা দেওয়া হয়।
এর আগে সকাল সাড়ে ১০টায় কাউখালীর ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে সুসজ্জিত ট্রাকে করে সাফজয়ী ঋতুপর্ণা, মনিকা ও রূপনাদের নিয়ে মোটর শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে মারী স্টেডিয়ামে ফিরে আসে।
তিন কৃতি নারী ফুটবলারকে রাঙামাটি জেলা প্রশাসন, রাঙামাটি সেনা রিজিয়ন, রাঙামাটি জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এক লাখ করে টাকা এবং রাঙামাটি পৌরসভার পক্ষ থেকে ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়। রাঙামাটি জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খানসহ অন্যান্যরা সন্মানার চেক ও ক্রেস্ট তুলে দেন।
গত ৩১ অক্টোবর নারী সাফ চ্যাম্পিয়ন শিপের ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ।