স্টাফ রিপোর্টার:: দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার পাশাপাশি পাহাড়ে কনকনে শীতে বিশেষ মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় শীতবস্ত্র ও চিকিৎসা সেবা প্রধান করেন বাংলাদেশ সেনাবাহিনী।
রবিবার (১১জানুয়ারী ২০২৬) সকালের দিকে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের মাটিরাঙ্গা জোনের আওতাধীন কাঠাল বাগান এলাকায় ৩শ অসহায় শীতার্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

পাশাপাশি স্থানীয় প্রায় ৩৫০ জন পাহাড়ী ও বাঙালিকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন নুর এ রেজওয়ান তৌফিক রেজবীর নেতৃত্বাধীন মেডিকেল টিম।
এতে মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো: মাসুদ খানের পিএসসি এর নেতৃত্বে পরিচালিত মানবিক সহায়তা পেয়ে উপকার ভোগিরা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উত্তর উত্তর সাফল্য কামনা করেন।
জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো: মাসুদ বলেন, এই অঞ্চলে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সুসম্পর্ক বিদ্যমান, তা সত্যিই প্রশংসার দাবিদার।”
এই ধরনের মানবিক কার্যক্রম পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় সেনাবাহিনীর ইতিবাচক ভূমিকাকে আরও উজ্জ্বল করছে আগামীতেও এধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন