স্টাফ রিপোর্টার:: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)’র ৩ শতাধিক সদস্য যোগদান করেছেন বিএনপিতে । খাগড়াছড়িতে সোমবার (০৫ জানুয়ারি ২০২৫) বিকেলে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির যুগ্ম সম্পাদন অনিমেষ চাকমা রিংকু’র সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনের বিএনপি’র এমপি প্রার্থী ও জেলা বিএনপি’র সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)খাগড়াছড়ির সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরা’র নেতৃত্বে প্রায় ৩ শতাধিক সদস্য যোগদান করেন জাতীয়তাবাদী দল বিএনপিতে। যোগদানকৃত নবাগত সদস্যদের ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন খাগড়াছড়ি জেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেন, শুরুতে বিএনপি’র চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া’র আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। তিনি বলেন, আমরা শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দলের জন্য কাজ করছি। আজকে আপনারা স্বেচ্ছায় বিএনপিতে যোগ দিয়েছেন এজন্য আপনাদের ধন্যবাদ। আসন্ন সাংসদ নির্বাচনের সবাইকে এক হয়ে কাজ করার জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে এনসিপি খাগড়াছড়ি জেলার সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরা জানান, জুলাই গণঅভ্যুত্থানের আগে থেকেই আমরা এই দেশের বৈষম্য দূরীকরণে লড়াই সংগ্রাম করে এসেছি। এবং ছাত্র – জনতার আত্মহতির গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বিগত স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। তাই আর্দশীক ভাবে জাতীয়তাবাদী দল বিএনপেকে ভালো লাগায় যোগদান করার কথা জানান তিনি।
এছাড়া বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে খাগড়াছড়ি জেলার উন্নয়নে মনে প্রাণে বিশ্বাস করি ওয়াদুদ ভূইয়াকে প্রয়োজনীয়তা অনুধান করার কথাও জানান তিনি। যোগদান অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার সহ খাগড়াছড়ি জেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন