প্রতিনিধি মহালছড়ি:: বেগম জিয়ার মৃত্যুতে কোরআন খতম ও দোয়ার আয়োজন করেছে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) বাদ জোহর এই কোরআন খতম ও বাদ আছর দোয়া আয়োজন করা হয়।
মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সহ সকল সংগঠনের নেতৃবৃন্দ অশ্রুসৃক্তনয়নে অংশ গ্রহণ করেন। বেগম জিয়া আজ মঙ্গলবার ভোর ৬টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় এভার কেয়ার হসপিটালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুর সংবাদে সারা বাংলাদেশের ন্যায় মহালছড়িতে শোকের ছায়া নেমে আসে। সকালে সকল নেতৃবৃন্দ কালো ব্যাচ ধারণ করেন। মৃত্যুর খবরের পর পর দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়।
মরহুম বেগম খালেদা জিয়া একজন গৃহবধু থেকে এক সংগ্রামী নারী,আপোষহীন দেশনেত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী,বিএনপির দলীয় চেয়ারপার্সন, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর স্ত্রী।
তার বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের এক অবসান ঘটে আজ। দোয়া মাহফিলে বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে শেষ করা হয়।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন