স্টাফ রিপাের্টার:: “সাম্য ও সমতায়,দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নানা আয়োজেনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। শনিবার ১’লা নভেম্বর ২০২৫) বেলা ১১টায় মাটিরাঙ্গা উপজেলা প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সমবায় কার্যালয় সামনে এসে শেষ হয়।

এখানে জাতীয় ও সমবায় পতাকা উত্তলন এবং জাতীয় সংগীত পরিবেশন শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী। মাটিরাঙ্গা উপজেলা সমবায় কর্মকর্তা আমান উল্লাহ খানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,মৎস্য কর্মকর্তা আরিফুল মোল্লাহ। উপস্থিত ছিলেন, পরিসংখ্যান কর্মকর্তা রুপায়েত তামীম।

এছাড়াও মাটিরাঙ্গা উপজেলা কাঠ ব্যবসায়ী সমিতি ও পৌর বিএনপি সভাপতি শাহজালাল কাজল,সিএনজি চালক সমবায় সমিতি সভাপতি আক্তার হোসেন ,মাটিরাঙ্গা আদর্শ ট্টাকও মিনি ট্রাক চালক সমবায় সসিতি লি: সাধারণ সম্পাদক সেলিম ভুইয়া,কুষ্ঠ প্রতিবন্ধি সমবায় সমিতিলি: সভাপতি লতাচান ত্রিপুর,ফ্রেন্ডস ২০০০কর্মজীবি সমবায় সমিতি সভাপতি ফোরকান উদ্দিন,মাহেন্দ্র ও অটোরিক্সা সমিতি সভাপতি আব্দুল ওহাব সরকার প্রমুখ।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন