ডেস্ক রিপাের্ট:: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, খাগড়াছড়িতে সাম্প্রতিক ঘটনার জন্য একটি মহলকে দায়ী করে বলেছেন, পাহাড়কে অস্থিরতার চেষ্টা হচ্ছে। তিনি বলেন, ‘একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে, যাতে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত না হয়।’
সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) রাজধানীর রমনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঁচটি থানার নতুন ভবন নির্মাণকাজ উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এই মহলটি দেশীয় বা বিদেশি ইন্ধনে কাজ করছে, এমনকি ভারতের কোনো চক্র কিংবা ফ্যাসিবাদী শক্তিও এতে জড়িত থাকতে পারে।’ তিনি আরও জানান, দুর্গাপূজাকে ঘিরে যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে, সেজন্য সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি জানান, পার্বত্য খাগড়াছড়িতে আটকে পড়া অধিকাংশ পর্যটককে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি সন্তোষজনক। দেশজুড়ে দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন