সব
facebook raytahost.com
অর্থ বঞ্চিত হয়ে ক্ষোভ থেকে জোড়া খুন | Protidiner Khagrachari

অর্থ বঞ্চিত হয়ে ক্ষোভ থেকে জোড়া খুন

অর্থ বঞ্চিত হয়ে ক্ষোভ থেকে জোড়া খুন

স্টাফ রিপোর্টার:: নিজের পৈত্তিক অধিকার থেকে বঞ্চিত এবং খারাপ আচরণ করায় ‘টাকা চেয়ে না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে খাগড়াছড়ির রামগড়ের বৃদ্ধা দাদী ও তার ফুফুকে কুপিয়ে হত্যা করেছে মো: সাইফুল ইসলাম বলে দাবি করেছে পুলিশ। রামগড়ের পূর্ব বাগানটিলায় নিহত আমেনা বেগমের নাতি সাইফুল হককে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।

সাইফুল হক (৩৫) আমেনা বেগম বড় ছেলে মো. শাহবুদ্দিনের ছেলে। হত্যাকাণ্ডের ছয়দিন পর বুধবার ফেনীর ছাগলনাইয়া থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে ২০ আগস্ট রাতে রামগড় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব বাগানটিলা প্রত্যন্ত এলাকায় বৃদ্ধা আমেনা বেগম ও তার মেয়ে রাহেনা বেগমকে গলা কেটে হত্যা করা হয়।

তাদের দরজা খোলা থাকলেও পরদিন সকালে বাড়িতে কাউকে দেখতে না পেয়ে প্রতিবেশীরা ঘরে ঢুকে দুজনের গলাকাটা লাশ দেখতে পান। মাটির ঘরের তিনটি কক্ষের দুটিতে খাটের ওপর মা ও মেয়ের মরদেহ পড়েছিল, খাটে মশারীও টানানো ছিল। অপর কক্ষের খাটে মশারী টানানো দেখা গেলেও রাতে সেখানে কে ছিল তা জানা যায়নি। এর আগে ২০ আগস্ট রাতে রামগড় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব বাগানটিলা প্রত্যন্ত এলাকায় বৃদ্ধা আমেনা বেগম ও তার মেয়ে রাহেনা বেগমকে গলা কেটে হত্যা করা হয়।

তাদের দরজা খোলা থাকলেও পরদিন সকালে বাড়িতে কাউকে দেখতে না পেয়ে প্রতিবেশীরা ঘরে ঢুকে দুজনের গলাকাটা লাশ দেখতে পান। মাটির ঘরের দুটিতে খাটের ওপর মা ও মেয়ের মরদেহ পড়েছিল, খাটে মশারীও টানানো ছিল। অপর কক্ষের খাটে মশারী টানানো দেখা গেলেও রাতে সেখানে কে ছিল তা জানা যায়নি।

জমির বিরোধে বা পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করলেও ক্লুলেস থাকায় হত্যা রহস্য উদঘাটনে বেগ পাচ্ছিল পুলিশ। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার সন্ধ্যায় পুলিশ সাইফুলকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দাদী ও ফুফুকে হত্যার কথা স্বীকার করেন।

তার দেওয়া তথ্যের বরাতে পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, সাইফুল তেমন কোনো পেশায় জড়িত ছিলেন না। তাই আর্থিক অনটনে থাকতেন। কয়েকদিন আগে তার দাদী আমেনা বেগম দেড় লাখ টাকার গাছ বিক্রি করেছিলেন।

পুলিশ সুপার বলেন, “ঘটনার দিন সাইফুল দাদীর বাড়িতে এসে তার কাছে টাকা চান। সেদিন আমেনা বেগম ও রাহেনা বেগমই বাড়িতে ছিলেন। তারা টাকা না দিয়ে সাইফুলকে গালমন্দ করেন। এতে ক্ষুব্ধ হয়ে সাইফুল না খেয়ে দাদীর ঘরে শুয়ে থাকে এবং হত্যার পরিকল্পনা করে।

“রাত গভীর হলে দাদী এবং ফুফু পার্শ্ববর্তী দুইটি কক্ষে ঘুমিয়ে পড়ে। পরে সাইফুল দাদীর ঘরে থাকা বাঁশ কাটার দা দিয়ে প্রথমে ফুফু রাহেনা আক্তারের গলায় কোপ দিয়ে তাকে হত্যা করে, এরপর একইভাবে দাদীকেও হত্যা করেন তিনি।”

পুলিশ সুপার জুয়েল আরও বলেন, পরে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা ও ফুফু রাহেনা আক্তারের ব্যবহৃত মোবাইল নিয়ে পালিয়ে যান সাইফুল। পরে মোবাইলটি তিনি চট্টগ্রাম জেলার ভূজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়নের ইসলামপুর বাজারের এক দোকানদারের কাছে ৪০০ টাকায় বিক্রি করেন।” সাইফুল হত্যা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান জেলা পুলিশের ঊর্ধ্বতন এ কর্মকর্তা।

আপনার মতামত লিখুন :

নিরাপত্তা ও সম্প্রীতি জোরদারে মাসিক সভা

নিরাপত্তা ও সম্প্রীতি জোরদারে মাসিক সভা

বিজিবি’র সীমান্ত সুরক্ষা ও মানবিক সহায়তা

বিজিবি’র সীমান্ত সুরক্ষা ও মানবিক সহায়তা

নির্বাচন হবে উৎসবমুখর ও শতভাগ নিরপেক্ষ

নির্বাচন হবে উৎসবমুখর ও শতভাগ নিরপেক্ষ

ইসলামী আন্দোলনের মোটরসাইকেল শোডাউন

ইসলামী আন্দোলনের মোটরসাইকেল শোডাউন

বার্ষিক মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ

বার্ষিক মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ

পুলিশ হেফাজতে দুই চীনা নাগরিক

পুলিশ হেফাজতে দুই চীনা নাগরিক

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com