স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ির রামগড়ে মোঃ শরিফুল ইসলাম নাসির (৩৫) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৮ অক্টোবর ২০২৩) রাত পোনে ১২টার দিকে তাকে রামগড় পৌরসভার সোনাইপুল বাজার এলাকা হতে তাকে গ্রেফতার করে। সে রামগড় বাজার এলাকার হাজী নিজাম উদ্দিন বাড়ীর মোঃ রফিকের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে সোনাইপুল বাজার এলাকা হতে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ শরিফুল ইসলাম প্রকাশ নাসিরকে গ্রেফতার করেছে বলে রামগড় থানা পুলিশ সূত্র জানায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর বলেন, গ্রেফতার কৃতের বিরুদ্ধে রামগড় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন