বিটন চৌধুরী,স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়িতে ভারী বর্ষণে চেঙ্গী ও মাইনি নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আজ মঙ্গলবার (২০ আগস্ট) বেলা ১২টা পর থেকে সদরের গঞ্জপাড়া, মেহেদীবাগ, মুসলিমপাড়া, কালাডেবাপাড়া, মেম্বারপাড়া, মেহেদীবাগ, শান্তিনগর ও শব্দমিয়াপাড়া গ্রামগুলো পানিতে ডুবে গেছে।
গত দুই মাসের ব্যবধানে তিনবার পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় দুর্ভোগে পড়েছে নদী পাড়ে বাসিন্দারা। পাহাড়ি ঢলে দীঘিনালা-লংগদু সড়কের হেডকোয়ার্টার এলাকা তলিয়ে গেছে। এতে লংগদুর সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ডুবে গেছে মেরুং বাজার।
জেলা প্রশাসক মোহাম্মদ সহিদুজ্জামান খাগড়াছড়ি শহরের প্লাবিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে ।প্রশাসনিক কর্মকর্তাদের পরিস্থিতি মোকাবিলায় সজাগ থাকার নির্দেশনা দিয়েছেন তিনি। এছাড়া দুর্যোগ মোকাবেলায় ৪০০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ করা হয়েছে ।