মো: সোহেল রানা,স্টাফ রিপোর্টার:: “কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্য ধারণ করে খাগড়াছড়ি দীঘিনালায় ২০২৪-২৫ অর্থ বছরে প্রনোদনা কর্মসূচির আওতায় উফশী রোবো ধানের (Synchronize Cultivation) ৫০ একর ব্লক প্রদর্শনীতে রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে ধান রোপন উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৮জানুয়ারী) সকাল সাড়ে ১১টায় বোয়ালখালী ইউনিয়ন তেবাংছড়া এলাকার কাটারুং ব্লকে ২০২৪-২৫ অর্থ বছরে প্রনোদনা কর্মসূচির আওতায় ৫০জন কৃষককের মাঝে উফশী রোবো ধানের (Synchronize Cultivation) ৫০ একর ব্লক প্রদর্শনীতে রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে ধান রোপন উদ্বোধন করেন খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালক (ভারপ্রাপ্ত)মোঃ বাছিরুল আলম।
উপ-সহকারী কৃষি অফিসার মো: শামীমমুল আবরার সঞ্চালনায় দীঘিনালা উপজেলা কৃষি কর্মকর্তা মো: শাহাদাত হোসেন এর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন উপসহকারী কৃষি অফিসার সুদত্ত চাকমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীঘিনালা প্রেসক্লাব সভাপতি মো সোহেল রানা, বোয়ালখালী ইউপি ৩নং ওয়ার্ড মেম্বার জনপ্রিয় চাকমা প্রমূখ।
প্রনোদনার আওতায় তেবাংছড়ার কাটারুং ব্লকের ৫০জন কৃষকদের ৫০একর জমিতে ধান চাষের জন্য উচ্চ ফলনশীল ধানে চারা, সার,কীটনাশক প্রদান করা হয়। এবং রাইস ট্রান্সপ্লান্টর যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপন ও কম্বাইন হারভেষ্টার মেশিন দিয়ে পাঁকা ধান মাড়াই, ঝাড়াই করে দেয়া হবে।