ডেস্ক রিপাের্ট:: খাগড়াছড়ির আলুটিলায় সড়কে পাহাড় ধ্বসে পড়ে যানবাহন চলাচল বন্ধে প্রায় ৪ ঘন্টাপর স্বাভাবিক হয়েছে যান চলাচল। শনিবার (১৭ আগস্ট ২০২৪) সকাল সাড়ে আটটার দিকে আলুটিলার সাপমারা এলাকার কাছাকাছি এ পাহাড় ধসের ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে সড়ক ও জনপথ,ফায়ার সার্ভিসসহ অন্যান্যদের চেষ্টায় প্রায় ৪ ঘণ্টার পর সড়কে যান চলাচলা স্বাভাবিক হয়। এর আগে খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে সড়কের দুই দিকে তীব্র যান যটের সৃষ্টি হয়ে। একই সাথে বৈদ্যুতিক খুঁটি পড়ে গিয়ে এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীকে সহায়তা কাজে অংশ নেয়।
সড়ক যোগাযােগ স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান। তিনি জানান, বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসে সড়কের উপর মাটি পড়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ প্রায় ৪ ঘন্টা চেস্টার পর যান চলাচল বর্তমানে স্বাভাবিক হয়েছে বলে জানান তিনি।
মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসে দায়িত্বরত জীবক কান্তি বড়ুয়া জানান, খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মাটি অপসারণ করে যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে।