মোহাম্মদ শাহজাহান:: খাগড়াছড়িতে জনশুমারি ও গৃহগণনা ২০২২ রিপোর্ট প্রকাশ করা হয়েছে। নতুন জনশুমারি রিপোর্ট অনুযায়ী খাগড়াছড়িতে বর্তমান জনসংখ্যা ৭লাখ ১৪হাজার ১১৯জন। জেলায় প্রতি বর্গকিলোমিটারে বসবাস করেন ২৬০জন।বৃহস্পতিবার (২৭ জুন) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিপোর্টটি প্রকাশ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
জেলা পরিসংখ্যান অধিদপ্তরের উপ-পরিচালক রিয়াসাদ উদ্দিন জেলার সার্বিক জনশুমারির তথ্য উপস্থাপন করেন। এসময় পুলিশ সুপার মুক্তা ধর, অতিরিক্ত জেলা প্রশাসক ফেরদৌসি বেগম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. দিদারুল আলম, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি চৌধুরী আতাউর রহমান রানাসহ বিভিন্ন দফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে জনশুমারি রিপোর্ট বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো খাগড়াছড়ি জেলার তথ্য মতে জেলায় জনসংখ্যা ৭লক্ষ ১৪ হাজার ১১৯ জন। পুরুষ ৩ লক্ষ ৫৭ হাজার ৫২১ জন, ৩ লক্ষ ৫৬ হাজার ৫৬৪ জন নারী এবং ৩৪ জন তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছে। তার মধ্যে বাঙালি জনসংখ্যা ৩ লক্ষ ৬৪ হাজার ৭২৯ জন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনসংখ্যা রয়েছে ৩লক্ষ ৪৯ হাজার ৩৯০ জন।
জেলায় ধর্ম ভিত্তিক জনসংখ্যায় এগিয়ে রয়েছে ইসলাম ধর্মালম্বি মানুষের সংখ্যা। খাগড়াছড়িতে মোট জনসংখ্যার ৪৬.৫৯ ভাগ ইসলাম ধর্মের অনুসারী। এছাড়াও বৌদ্ধ ধর্ম পালন করেন ৩৫.৯৩ ভাগ এবং হিন্দু ধর্মের জনসংখ্যা রয়েছে ১৬.৭৬ ভাগ লোক। অবশিষ্ট জনসংখ্যা খ্রিস্টান এবং অন্যান্য ধর্ম পালন করেন।
২০০১ সালের জনশুমারির তথ্য মতে জেলায় জনসংখ্যা ছিলো ৫ লক্ষ ২৫ হাজার ৬৬৪ জন। ২১ বছরে জনসংখ্যা বেড়েছে ১ লক্ষ ৮৮ হাজার ৪৫৫ জন। ২০০১ সালের তথ্য মতে জেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনসংখ্যা ছিলো ১ লক্ষ ২১ হাজার ২০৬ জন। ২১ বছরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনসংখ্যা বেড়েছে ২লক্ষ ২৮ হাজার ১৮৪ জন।
জেলার সবচেয়ে বেশি মানুষের বসবাস রয়েছে খাগড়াছড়ি সদর উপজেলায়। এ উপজেলায় জনসংখ্যা ১ লক্ষ ৩৬ হাজার ১৪১ জন। সব চেয়ে কম জনসংখ্যার বসবাস লক্ষ্মীছড়ি উপজেলায়। ২৭ হাজারের কিছু বেশি জনসংখ্যা রয়েছে এ উপজেলায়।জেলার ৫০.৮২ ভাগ লোক কৃষিজীবী।সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ে চাকুরী করেন ৪৪.৭৩ ভাগ লোক। জেলায় স্বাক্ষরতার হার ৭১.৮০ পার্সেন্ট।
খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, খাগড়াছড়ি জেলা সকল সূচকে এগিয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জেলার সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে জনসাধারণকে সেবা দেওয়ার আহ্বান জানান।