স্টাফ রিপাের্টার:: ১৫ বছর বয়সের বাকপ্রতিবন্ধী কিশোরী এবং চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন উত্তর বন্দর এলাকায় মায়ের সাথে সে বসবাসরত সেই কিশোরী ধর্ষণের মামলার প্রধান আসামী মহসিনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। গত ২৯ এপ্রিল ২০২৩ দুপুরে রাস্তায় খেলাধুলার সময় টাকার প্রলোভন দেখিয়ে দোকানের কর্মচারী মোঃ মহসিন জোরপূর্বক ধর্ষণ করে। বাসা সংলগ্ন একটি দোকান থেকে প্রায় সময় চা ও নাস্তা নিয়ে আসতো ঐ কিশোরী।
সেদিন বাসার আসার পর তার মাকে ইশারা ইঙ্গিতে দোকান কর্মচারী মোঃ মহসিন এর ধর্ষণের বিষয়টি জানান। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন, যার মামলা নং-২, তারিখ- ০১ মে ২০২৩, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং /২০০৩) এর ৯(১)।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে ধর্ষণ মামলার প্রধান একমাত্র আসামী মোঃ মহসিনকে বুধবার (০৫ জুন ২০২৪) একটি আভিযানিক দল অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। সে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন আকমল আলী পকেট গেইট এলাকায় অবস্থান করছিলো।
খবর পেয়ে ঐ এলাকায় অভিযান চালিয়ে আসামি মোঃ মহসিন (৩৩)কে গ্রেপ্তার করে। সে চট্টগ্রাম জেলার সদরঘাট থানার মাদারবাড়ী এলাকার মোঃ মোবারক এর ছেলে বলে জানা যায়। এ সময় উপস্থিত স্বাক্ষীদের সামনে থেকে গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জড়িত থাকার বিষয় স্বীকার করে সে।
ঐ ধর্ষন মামলার এ জাহারভুক্ত পলাতক আসামি মহসিন গ্রেফতার এড়াতে মামলা রুজুর পর দীর্ঘ ১ বছর ধরে নিজের নাম পরিচয় গোপন করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে বসবাস করছিলো। পরে তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানার নিকট হস্তান্তর করা হয়।