সব
facebook raytahost.com
চলে গেলেও তিনি বেঁচে আছেন মানুষের হৃদয়জুড়ে | Protidiner Khagrachari

চলে গেলেও তিনি বেঁচে আছেন মানুষের হৃদয়জুড়ে

আল-মামুন:: পাহাড়ের বর্ষীয়ান সাংবাদিক নুরুল আলম। যিনি সকলকে ছেড়ে চলে গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তারপরও তিনি বেঁচে আছেন মানুষের হৃদয় জুড়ে। তার মৃত্যুর পর খাগড়াছড়ি সর্বত্রই এখনো শোকের ছায়া।

খাগড়াছড়ির প্রবীণ ও সাহসি বর্ষীয়ান সাংবাদিক গুইমারা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও খাগড়াছড়ি প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন মো. নুরুল আলম।

গত মঙ্গলবার (৪ মার্চ ২০২৫) সন্ধ্যা ৭টায় গুইমারায় নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি লিভার ক্যান্সারে ভুগছিলেন।

সাংবাদিক নুরুল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন,খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা,খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার,খাগড়াছড়ি প্রেস ক্লাব, গুইমারা প্রেস ক্লাবসহ জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিক সংগঠন।

এছাড়াও সাংবাদিক আল-মামুন এর পিতার মৃত্যুতে গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আকতার, থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী, গুইমারা উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ,পাহাড়ের আঞ্চলিক সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক ও সমবেদনা জানিয়েছে।

সাংবাদিকতার দীর্ঘ চার দশকে তিনি পাহাড়ের মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরেছেন। তিনি একাধিক জাতীয় ও স্থানীয় পত্রিকায় বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, নিজস্ব প্রতিবেদক ও পার্বত্যাঞ্চল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তার কর্মজীবনে তিনি দৈনিক দিনকাল, সকালের সময়, স্বদেশ প্রতিদিন, জনবাণী, অপরাধ জগৎ, আলোর জগৎ, দৈনিক জনতাসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। বুধবার সকাল ১০টায় গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে গুইমারা কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।

গুইমারা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম. দুলাল আহাম্মদ বলেন,‘নুরুল আলম ছিলেন আমাদের দীর্ঘদিনের সহযোদ্ধা। পৃথিবীতে কেউই চিরস্থায়ী নয়, তবে তার এই অপ্রত্যাশিত মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। গুইমারা প্রেস ক্লাব গভীরভাবে শোকাহত।

এছাড়া খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন,মানিকছড়ি প্রেস ক্লাব,মহালছড়ি প্রেস ক্লাব,রামগড় প্রেস ক্লাব,লক্ষীছড়ি প্রেস ক্লাব,পানছড়ি প্রেস ক্লাব,দীঘিনালা প্রেস ক্লাব,মাটিরাঙা প্রেস ক্লাব বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে।

আপনার মতামত লিখুন :

চলে গেলেও তিনি বেঁচে আছেন মানুষের হৃদয়জুড়ে

চলে গেলেও তিনি বেঁচে আছেন মানুষের হৃদয়জুড়ে

অনন্য ত্রিশ এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খাগড়াছড়িতে

অনন্য ত্রিশ এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খাগড়াছড়িতে

গুইমারায় ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ

গুইমারায় ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারের হিড়িক

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারের হিড়িক

সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার গ্রেপ্তার

সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার গ্রেপ্তার

দীঘিনালায় ডেভিল হান্ট: আটক ৬

দীঘিনালায় ডেভিল হান্ট: আটক ৬

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com