সব
facebook raytahost.com
খাগড়াছড়িতে দর্শকে মুখরিত বলী খেলা | Protidiner Khagrachari

খাগড়াছড়িতে দর্শকে মুখরিত বলী খেলা

স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়িতে ত্রিপুরা সম্প্রদায়ের বৈসু, মারমা সম্প্রদায়ের সাংগ্রাইং, চাকমা সম্প্রদায়ের বিজু (বৈসাবি) উৎসবে উপলক্ষে মর্ম সিংহ ত্রিপুরা বলী খেলা অনুষ্ঠিত হয়েছে । শনিবার (২০ এপ্রিল ২০২৪) বিকেল সাড়ে ৫টায় খাগড়াছড়ি সদরের পশ্চিম গোলাবাড়ি ঠাকুরছড়া বিদ্যালয় মাঠে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি প্রধান অতিথি হিসেবে এ খেলার উদ্বোধন করেন ।

ঐতিহ্যবাহী মর্মসিংহ ত্রিপুরা বলী খেলায় অংশ নেন জেলার ৯ জন বলী খেলোয়াড় । সদর উপজেলা ছাড়া বিভিন্ন উপজেলাতে এ খেলায় হাজার হাজার দর্শকের উপস্থিতিতে মুখরিত ছিল পুরো মাঠ । খেলায় হাজার-হাজার দর্শকের উপস্থিতিতে মুখরিত ছিল পুরো মাঠ । একে একে অন্যান্য ঐতিহ্যবাহী বলীদের পরাজিত করে বিজয়ী হন উপচিং মারমা, দ্বিতীয় তনি ত্রিপুরা ও তৃতীয় হন বাবরাম চাকমা ।

এ সময় সদর উপজেলার পশ্চিম গোলাবাড়ী কার্বারী জ্ঞানেন্দ্র ত্রিুপরা সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও অইসিটি) রুমানা আক্তার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট আশুতোষ চাকমা, ৩নং গোলাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান উল্লাস ত্রিপুরা, ১নং খাগড়াছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান জ্ঞান দত্ত ত্রিপুরা, পশ্চিম গোলাবাড়ি বৈসাবি ও বাংলা নববর্ষ উদযাপন কমিটির আহবায়ক খগেন্দ্র ত্রিপুরা উপস্থিত ছিলেন । বলি খেলা পরিচালনা করেন জব্বার বলী খেলায় সাবেক চ্যাম্পিয়ন মর্মসিংহ ত্রিপুরা (বলী) ।

চ্যাম্পিয়ন উপচিং মারমা বলী বলেন, বৈসাবি আসলে খেলি। বলী খেলায় অংশগ্রহন করে সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করি । বিজয়ী হতে ভালো লাগে । কয়েকটি বলী খেলার চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। এদিকে খাগড়াছড়িতে মর্ম সিংহ ত্রিপুরা বলী খেলাটি যাতে প্রতি বছর আয়োজন করা হয় এমনটি দাবি খেলোয়াড় ও দর্শকদের ।

খেলা শেষে বলী খেলাসহ অন্যান্য খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন পার্বত্য মন্ত্রী সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

আপনার মতামত লিখুন :

গণঅভ্যুত্থানে আহতদের হেলথ কার্ড বিতরণ

গণঅভ্যুত্থানে আহতদের হেলথ কার্ড বিতরণ

খাগড়াছড়িতে ভারতীয় নাগরিক পুশইন বিএসএফের

খাগড়াছড়িতে ভারতীয় নাগরিক পুশইন বিএসএফের

রামগড় বিএনপির সভাপতি ইব্রাহিম আর নেই

রামগড় বিএনপির সভাপতি ইব্রাহিম আর নেই

জড়িত নুরুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

জড়িত নুরুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

উস্কানিমূলক বক্তব্য শ্লোগান ও হুমকি’র প্রতিবাদ 

উস্কানিমূলক বক্তব্য শ্লোগান ও হুমকি’র প্রতিবাদ 

ফিরোজায় ফিরেছে খালেদা জিয়া

ফিরোজায় ফিরেছে খালেদা জিয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com