স্টাফ রিপাের্টার:: দীর্ঘ প্রায় ২ বছর তিন মাস পর বৈঠা হাতে পেয়ে ফুলের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ২নং তবলছড়ি ইউনিয়নের নৌকার মাঝি নুর মোহাম্মদ। তবলছড়ি ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত নব নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহন সভায় প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ সহ সভাপতি মংক্যচিং চৌধুরী।
বুধবার ১০ জানুয়ারী বিকালে এ সভায় তবলছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ সদস্য আফতাব চৌধুরী,শামীম চৌধুরী, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগ উপদেষ্টা মো: এরশাদুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক আলী হোসেন প্রমুখ।
এ সময় এলাকার সাধারণ মানুষ ও বিভিন্ন সংগঠন এবং পেশাজীবিরা ফুলেল শুভেচ্ছা জানান নতুন দায়িত্ব নেয়া চেয়ারম্যানকে।
এর আগে মঙ্গলবার সকালে নব নির্বাচিত চেয়ারম্যান হিসেবে নুর মোহাম্মদকে খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান।
উল্লেখ্য, ১১ নভেম্বর ২০২১ইং ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী নুর মোহাম্মদ ও স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম ভুইয়া প্রতিন্দ্বদ্বীতা করেন। নির্বাচনের ফলা ফলে স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম ভুইয়াকে বিজয়ী ঘোষনা করে গেজেট প্রকাশ করা হয়।
পক্ষান্তরে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী নুর মোহাম্মদ নির্বাচনে কারচুপির অভিযোগ ও নির্বাচনের ফলাফল প্রত্যক্ষাণ করে ইউনিয়ন পরিষদ নির্বাচন ট্রাইবুনালে মামলা করেন। দুই বছরেরও বেশী সময় ধরে আইনি প্রক্রিয়া শেষে গত ২১ ডিসেম্বর ২০২৩ আবুল কাশেম ভুইয়া বিপক্ষে এবং নৌকা প্রার্থী নুর মোহাম্মদের পক্ষে রায় দিয়ে ২৪ডিসেম্বর ২০২৪ গেজেট প্রকাশ করা হয়।
এ বিষয়ে নৌকার প্রার্থী নুর মোহাম্মদ বলেন,নির্বাচনে কারচুপি করে আমাকে পরাজিত করো হয়েছিল। তাই ন্যায় বিচার চেয়ে আদালতের দারস্ত হয়ে আজ বিজয়ী হয়েছি। এতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
অপরদিকে আবুল কাশেম ভুইয়া বলেন, আগামী ২২ জানুয়ারী ২০২৪ পর্যন্ত উচ্চ আদালতের স্থিতি আদেশ আছে। এখনো আইনগত প্রক্রিয়া চলমান। তাই গেজেট ও শপথ নিয়ে কোন মন্তব্য না করে শেষ পর্যন্ত অপেক্ষা করবেন বলে জানান তিনি।