স্টাফ রিপাের্টার:: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে খাগড়াছড়িতে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী খাগড়াছড়ি জেলা শাখা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) সকালে খাগড়াছড়ি চেঙ্গি এস্কয়ারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

প্রভাব ফেরী নিয়ে শহীদ বেদিতে নেতাকর্মীদের নিয়ে ফুল দেন, খাগড়াছড়ি জেলা জামায়াতের আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা সেক্রেটারী জানাব মিনহাজুর রহমান এবং খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী।
পরে প্রভাত ফেরী নিয়ে খাগড়াছড়ি শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে দলটির জেলা ও উপজেলার সর্বস্তরের দায়িত্বশীলরাসহ কর্মী-সমর্থকরা।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন