স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় শিক্ষার মানোন্নয়নে মুক্ত আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর ২০২৫) মানিকছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার এমপিওভুক্ত মাধ্যমিক স্কুল ও মাদরাসার দেড়শতাধিক শিক্ষক-কর্মচারীর আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মানিকছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। উপজেলা শিক্ষক নেতা মো. বশির আহম্মদ এর স্বাগত বক্তব্যে এবং শিক্ষক ও সাংবাদিক আবদুল মান্নান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার রেহেনা মোস্তফা,খাগড়াছড়ি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অংপ্রু মারমা।
এছাড়া রাণী নীহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউল্লাহ, যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. কে. আজাদ,তিনটহরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদিপ কুমার নাথ, দক্ষিণ চেঙ্গুছড়া নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা বেলাল উদ্দীন, মানিকছড়ি দাখিল মাদরাসার সুপার মাওলানা নাছির উদ্দীন, সহকারী সুপার মাওলানা সাইফুল ইসলাম, মানিকছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হাসান, রিক্তা রাণী দাস,তিনটহরী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কান্তা বড়ুয়া, ডাইনছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ওমর ফারুক এতে অংশ নেন।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন