স্টাফ রিপাের্টার:: দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সর্বাত্মক উপস্থিতিতে গুইমারা সম্পর্ণ হয়েছে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ গুইমারা উপজেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল।
সোমবার (১৭ মার্চ ২০২৫) গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা জামায়াতের মিডিয়া সম্পাদক আবু বকর এর সঞ্চালনায় উপজেলা আমির ডাক্তার রফিকুল ইসলামের এতে সভাপতিত্ব করেন।
ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলার জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা জামায়াতে কর্ম পরিষদ সদস্য মাটিরাঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল হোসেনসহ খাগড়াছড়ি জেলা ছাত্র শিবিরের সভাপতি মাইন উদ্দিন এতে বক্তব্য রাখেন।
বক্তারা আল্লাহর জমিনে দ্বীন কায়েম ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতকে রাষ্ট্র ক্ষমতায় দিয়ে পরীক্ষা করার আহবান জানান এবং দেশ-জাতির মঙ্গল কামনা করে দেয়া মোনাজাত করেন।