সব
facebook raytahost.com
অসহায় ভারত চাকমার পরিবারকে সহায়তা | Protidiner Khagrachari

অসহায় ভারত চাকমার পরিবারকে সহায়তা

স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ি দীঘিনালা মেরুং ইউনিয়ন ৮নং ওয়ার্ডের এর দূর্গম উপেন্দ্র কার্বারী পাড়ায় অসহায় দম্পতি ভারত চাকমার পরিবারের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হলে দীঘিনালা কলেজ টিলা বাসী রিকেন চাকমা, লারমা স্বায়ার বাজারের ব্যবসায়ী রূপেন চাকমার নজর আসে।

পরে লারমা স্বায়ার বাজারের ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নরেশ জ্যোতি চাকমা বিচিত্র চাকমা সাথে পরামর্শ করে বাজারের দোকানদারের আর্থিক সহযোগিতা নিয়ে ভারত চাকমার পরিবারের সহায়তা করা হয়।

দীঘিনালা উপজেলায় মেরুং ইউনিয়নের দূর্গম উপেন্দ্র কার্বারী পাড়া পাহাড়ি উচু নিচু পথ পায়ে হেঁটে ভারত চাকমার দম্পতি গর্ভবর্তী মহিলা কালাবি চাকমা বাড়িতে এসে মানবিক সহায়তা সামগ্রী পৌঁছে দেন রিগ্যান চাকমা ও রূপেন চাকমা।

সহায়তা পেয়ে ভারত চাকমা বলেন আমি দিনমজুরি কাজ করে কোন রকম সংসার চালাই, অর্থের অভাবে ঝরাজিন্ন ভাংগা ঘরটি নতুন করে তৈরি করা সম্ভব না। তার মধ্যে আমার স্ত্রী গর্ভবর্তী ডেলিভারি সময় কাছাকাছি চলে এসেছে এখন পর্যন্ত কোন প্রকার মেডিক্যাল পরীক্ষা নিরীক্ষা করাতে পারি নাই। আমার পাড়া থেকে যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। আজকে যারা আমাকে সহযোগিতা করেছে তাদেরকে আমি আর্শিবাদ করি।

রিগেন চাকমা বলেন, কয়েক দিন আগে ছোট ভাই কিরণ চাকমার ফেইসবুক টাইম লাইনে যখন ভারত চাকমা (ভারত্যে)’র পরিবারের অবস্থা আমরা দেখতে পায়, তখন আমরা সমমনা কয়েকজন মিলে তার জন্য কিছু করা যায় কিনা চিন্তা ভাবনা করি। বিশেষ করে আমাদের বড় ভাই অসীম দাদা ভারত চাকমার জন্য কি করা যায় সে বিষয়ে কয়েক জনের সাথে পরামর্শ করেন।

তারপর গত ২৯ জানুয়ারী ২০২৫খ্রি: তারিখে লারমা স্কোয়ার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী বাবু নরেশ জ্যোতি চাকমা বিচিত্র এর পরামর্শ ও নির্দেশক্রমে পুরো বাজার থেকে বড় ভাই রিকেন চাকমা, ছোট ভাই রিপন ত্রিপুরা ও কিরণ চাকমাসহ টাকা উত্তোলণ করি।

টাকা উত্তোলণ করার পর তাদের নিত্য প্রয়োজনী জিনিস ক্রয় করে সাংবাদিকসহ শ্রদ্ধেয় বড় ভাইদেরকে নিয়ে উপেন্দ্র কার্বারী পাড়ায় ভারত চাকমার বাড়িতে সহায়তা সামগ্রী প্রদান করি। তিনি আরো বলেন, ভারত চাকমার এক ছেলে এক মেয়ে। বর্তমানে তার স্ত্রী গর্ভবতী।

তার স্ত্রী কয় মাসের গর্ভবতী তারা নিজে স্বামী স্ত্রী দুনোজনে জানে না। তার স্ত্রীর অবস্থা দেখে মনে হয় ৭/৮ মাসের গর্ভবতী হতে পারে। কিন্তু দুঃখের বিষয় ভারত চাকমার স্ত্রীকে দ্রুত গাইনী ডাক্তার দেখানো প্রয়োজন। কেননা অভাব অনটনের কারণে ভারত চাকমা স্ত্রী ঠিকমত খানা পিনার অভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে।

উপেন্দ্র কার্বারী পাড়ার গ্রাম প্রধান(কার্বারী) সূর্য্য মনি চাকমা বলেন, ভারত চাকমা একটি ছেলে একটি মেয়ে এবছরের পার্থক্য বয়স তার মধ্যে তার স্ত্রী এখন গর্ভবর্তী থাকার একমাত্র ঘরটি একে বারে ভেঙ্গে গেছে শীতে ঘরে আগুন জালিয়ে থাকে।

সামনে বৃষ্টি আগে ঘরটি সংস্কার না করলে ঘরে স্ত্রী সন্তান নিয়ে থাকা সম্ভব না। তার প্রতি মানবিক বিবেচনা করে সহয়যোগীতা করা প্রয়োজন। যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় আমাদের এলাকা থেকে গর্ভবর্তী মহিলা, শিশু বয়স্ক অসুস্থ রোগী দ্রুত হাসপাতালে আনা সম্ভব হয় না।

আপনার মতামত লিখুন :

অসহায় ভারত চাকমার পরিবারকে সহায়তা

অসহায় ভারত চাকমার পরিবারকে সহায়তা

সড়কে প্রাণ গেল শিশুর

সড়কে প্রাণ গেল শিশুর

ছেলের দায়ের কোপে প্রাণ গেল বাবার

ছেলের দায়ের কোপে প্রাণ গেল বাবার

অনুপ কুমার চাকমা পাচউবো’র নতুন চেয়ারম্যান

অনুপ কুমার চাকমা পাচউবো’র নতুন চেয়ারম্যান

কারামুক্ত হলেন বাবর

কারামুক্ত হলেন বাবর

রক্ত দিয়ে হলেও অধিকার আদায় করা হবে

রক্ত দিয়ে হলেও অধিকার আদায় করা হবে

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com