প্রেস বিজ্ঞপ্তি:: বাংলাদেশ জামায়াতে ইসলামী গুইমারা উপজেলা শাখার আমীর নির্বাচিত হয়েছেন ডা: মো: রফিকুল ইসলাম। গত ১২ নভেম্বর মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
রোকনদের সরাসরি ভোটে ২০২৫-২০২৬ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হন তিনি। এদিকে ২৮ নভেম্বর বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নব- নির্বাচিত আমীরকে শপথ বাক্য পাঠ করান খাগড়াছড়ি জেলা জামায়াতের আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন।
এসময়গুইমারা উ পজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, সেক্রেটারি সাজিদুর রহমান, অফিস ও বায়তুলমাল সম্পাদক মুজাহিদুর রহমান, মিডিয়া সম্পাদক আবু বকর ছিদ্দিক, সমাজ কল্যাণ সম্পাদক ডা: ওমর ফারুক, উপজেলা টিম সদস্য আমিনুল ইসলাম, আবুল হোসাইন বাবুসহ বিভিন্ন ইউনিট সভাপতি সেক্রেটারিরা উপস্থিত ছিলেন।