মো: সোহেল রানা:: বাংলাদেশের আলোচিত তরুণ ছাত্রনেতা, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলায় নিহত হওয়ার ঘটনায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) জুমার নামাজ শেষে বোয়ালখালী নতুন বাজার মসজিদের সামনে থেকে ‘উপজেলার সর্বস্তরের ছাত্র জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হলুদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেন ছাত্রসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সমাবেশে বক্তারা হাদী হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড গণতন্ত্র ও ছাত্ররাজনীতির জন্য হুমকি।
সমাবেশে বক্তব্য দেন দীঘিনালা উপজেলার ছাত্রনেতা মো. জাহিদ হোসেন, সমাজসেবী ডা. আশরাফুল ইসলাম, সমাজসেবী আক্কাস আলী মাস্টার এবং উপজেলা ছাত্র প্রতিনিধি তাইজুল ইসলাম। সমাবেশে সভাপতিত্ব করেন বাস টার্মিনাল মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন মুন্না শরীফ, শাকিল আহমেদ (ছোট), তন্ময় ইসলাম, কবির হোসেন ও মারুফ।
আয়োজকদের জানান, দীঘিনালার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বক্তারা হাদী হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন