স্টাফ রিপোর্টার:: গুইমারায় কৃষি সম্প্রসারন অধিদপ্তর কর্তৃক প্রণোদনা কর্মসূচির আওতায় সার ও বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) সকালে এই আয়োজন করা হয়।
গুইমারা উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার তোফায়েল আহমেদের সঞ্চালনায় উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব উপজেলা কৃষি অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে প্রণোদনার সার ও বীজ বিতরনের উদ্বোধন করেন গুইমারার নবাগত উপজেলা নির্বাহি অফিসার মিসকাতুল তামান্না।
এতে বক্তারা বলেন, সরকার ২০২৫-২০২৬ অর্থবছরে মাঠ পর্যায়ে চাষিদের প্রণোদনা কর্মসূচির আওতায় ৫২৫ জন কৃষককে বীজ ও সার সহায়তা দিচ্ছে। আপনারা উক্ত সার ও বীজ সুষ্ঠুভাবে পরিচর্যার মাধ্যমে আশানুরুপ ফলন পাবেন, এবং কোনো প্রকার সমস্যার সম্মুক্ষীন হলে উপসহকারী কৃষি অফিসারদের সহায়তা নিবেন।
গুইমারা উপজেলা পরিষদ প্রাঙ্গনে ২০২৫-২০২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা, সূর্যমূখী, চিনাবাদাম, অড়হর, বোরো উফশী, বোরো হাইব্রীড ধানের প্রনোদনার রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবলু হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা রমনী কুমার ত্রিপুরা, মুজিবর রহমান, সুমন নাথ, বেলায়েত ভূইয়া, সোলেমানসহ গন্যমান্যরা এতে অংশ নেন।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন