স্টাফ রিপোর্টার:: গুইমারায় কৃষি সম্প্রসারন অধিদপ্তর কর্তৃক প্রণোদনা কর্মসূচির আওতায় সার ও বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) সকালে এই আয়োজন করা হয়।
গুইমারা উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার তোফায়েল আহমেদের সঞ্চালনায় উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব উপজেলা কৃষি অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে প্রণোদনার সার ও বীজ বিতরনের উদ্বোধন করেন গুইমারার নবাগত উপজেলা নির্বাহি অফিসার মিসকাতুল তামান্না।
এতে বক্তারা বলেন, সরকার ২০২৫-২০২৬ অর্থবছরে মাঠ পর্যায়ে চাষিদের প্রণোদনা কর্মসূচির আওতায় ৫২৫ জন কৃষককে বীজ ও সার সহায়তা দিচ্ছে। আপনারা উক্ত সার ও বীজ সুষ্ঠুভাবে পরিচর্যার মাধ্যমে আশানুরুপ ফলন পাবেন, এবং কোনো প্রকার সমস্যার সম্মুক্ষীন হলে উপসহকারী কৃষি অফিসারদের সহায়তা নিবেন।
গুইমারা উপজেলা পরিষদ প্রাঙ্গনে ২০২৫-২০২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা, সূর্যমূখী, চিনাবাদাম, অড়হর, বোরো উফশী, বোরো হাইব্রীড ধানের প্রনোদনার রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবলু হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা রমনী কুমার ত্রিপুরা, মুজিবর রহমান, সুমন নাথ, বেলায়েত ভূইয়া, সোলেমানসহ গন্যমান্যরা এতে অংশ নেন।