খাগড়াছড়িতে দূর্গা বিসর্জন অনুষ্ঠানে ওয়াদুদ ভূইয়া
আল-মামুন:: খাগড়াছড়িতে দূর্গা বিসর্জনে ওয়াদুদ ভূইয়া বলেছেন,এই উৎসব আমাদের সকলের। পাহাড়ে সকল সম্প্রসাদায়ের মেলবন্ধনে বসবাস করতে হবে। সব ধরনের বিভেদ ভুলে সকলকে মিলেমিশে চলার আহ্বান জানান তিনি।
প্রধান অতিথি সকলের অংশ গ্রহণে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে বিএনপি সরকারের সময়ের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন তিনি। একই সাথে আবার ক্ষমতায় আসলে জনগণের চাহিদার ব্রীজ, কালভার্ট থেকে শুরু করে উন্নয়ন করার কথা জানান।
রবিবার (১৩ অক্টোবর ২০২৪) বিকেলে খাগড়াছড়ি জেলা সদরের নিচের বাজার এলাকায় বিজয়া দশমীর শেষে দূর্গা বিসর্জনকালে তিনি একথা বলেন। খাগড়াছড়ি পুজা উদযাপন পরিষদের সভাপতি অশোক মজুমদার এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এম. এন.আবছার,লক্ষ্মী নারায়ন মন্দিরের সাধারন সম্পাদক নির্মল দেব প্রমূখ।
পরে চেঙ্গি নদীতে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিমা বিসর্জন দেয়া হয়। এতে সনাতন ধর্মাবলম্বী কিশোর-কিশোরী থেকে নানা বয়সিরা অংশ নেন। এতে সনাতন ধর্মাবলম্বী (হিন্দু সম্প্রদায়ের নেতা) বলেন, সকলে মিলেমিশে শান্তিপূর্ণ বসবাসের বিকল্প নেই।
এতে নেতৃবৃন্দরা বাংলাদেশ সেনাবাহিনী,র্যাব,পুলিশ, বিজিবি,আনসারসহ আইন-শৃঙ্খলা রক্ষায় কথা তুলে ধরে ধন্যবাদ জানান। বিসর্জন অনুষ্ঠানে ছিলো কঠোর নিরাপত্তা ব্যবস্থা।