মো: সোহেল রানা,স্টাফ রিপোর্টার,দীঘিনালা:: সনাতন ধর্ম্বালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সার্বজনীন শারদীয় দূর্গাপুজার আনন্দ ভাগ করতে খাগড়াছড়ি দীঘিনালা জোনের বেংগলের পক্ষ থেকে দূর্গাপুজা উপলক্ষে শুভেচ্ছা উপহার প্রদান করেছে।
শনিবার (১২ অক্টোবর ২০২৪) সকাল ১০টায় উপজেলা পোমাংপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সনাতন ধর্ম্বালম্বীদের মাঝে দুর্গাপুজার শুভেচ্ছা উপহার প্রদান করেন দীঘিনালা জোনর ৪ই বেংগলের জোন অধিনায়ক লেঃ কর্নেল মো: ওমর ফারুক পিএসসি।
এ সময় উপস্থিত ছিলেন, দীঘিনালা জোনের জোনাল স্টাফ অফিসা মেজর মোহাম্মদ মেহেদী হাসান, পিএসসি,দীঘিনালা জোনের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন কাজী আসিফ আহমেদ,দীঘিনালা প্রেসক্লাব সভাপতি মো: সোহেল রানা,দীঘিনালা দুর্গাপুজা উদযাপন কমিটির সভাপতি মিঠু চৌধুরী প্রমূখ।
শুভেচ্ছা উপহার প্রদান পরে দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্নেল মো: ওমর ফারুক পিএসসি উপজেলা বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন এবং মন্দির পরিচালনা কমিটির শুভেচ্ছা বিনিময় শেষে শুভেচ্ছা উপহার হিসেবে মিষ্টি প্রদান করেন। এতে দূর্গাপুজা উপলক্ষে ২শতাধিক উপকারভোগীদের মাঝে শুভেচ্ছা উপহার তুলে দেন।