পূজামন্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান বিতরণ
আল-মামুন:: সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দূর্গাপুজায় পরিদর্শন করে আর্থিক অনুদান তুলে দিয়েছেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম। শুক্রবার (১১ অক্টােবর ২০২৪) সন্ধ্যায় তিনি গুইমারার বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করেন।
এ সময় তিনি,গুইমারা কালী মন্দির (দার্জিলিং টিলা)কে ৫০ হাজার টাকা,গুইমারা হরি মন্দির (ডাক্তার টিলা)কে ২৫ হাজার টাকা, গুইমারা চন্ডী মন্দির (বাজার পাড়া)কে ২৫ হাজার টাকা তুলে দেন।
তিনি বলেন,পাহাড় শান্তি-সম্প্রীতি নিশ্চিতে সহাবস্থানের কোন বিকল্প নেই। বসবাসরত সকল জাতি ধর্মের মানুষের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানান রিজিয়ন কমান্ডার।
এতে ৩ ফিল্ড রেজিঃ আর্টিঃ সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা,২৪ আর্টিঃ ব্রিগেড এর বিএম মেজর খালেদ মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ,জালিয়াপাড়া আর্মি ক্যাম্প কমান্ডার মেজর মো: মাসনুর ইসলাম পরিদর্শন কালে উপস্থিত ছিলেন।