মো: সোহেল রানা,স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ি দীঘিনালা পাহাড় কেটে মাটি ভরাট করে অবৈধ করাত কল স্থাপনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ২ লক্ষ টাকা জরিমানা করা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৯ অক্টোবর ২০২৪) সাড়ে ৩ টার দিকে দীঘিনালার মেরুং ইউনিয়নের ১নং মেরুং ইউনিয়নের বড় মেরুং স্টীল ব্রীজ সংলগ্ন এলাকায় দীঘিনালা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রট লুৎফুন নাহার শারমিন এর নের্তৃত্বে একদল পুলিশের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
পাহাড় কেটে মাঠি ভরাট,লাইসেন্স বিহীন অবৈধ করাত কল (স’মিল) স্থাপন করায় ঐ এলাকার বাসিন্দা মোঃ নজরুল ইসলামকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫ (১) ধারা মোতাবেক দুই লক্ষ টাকা জরিমানা করে।
দীঘিনালা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রট লুৎফুন নাহার শারমিন জানান,পাহাড় কেটে অবৈধ করাত কল (স’মিল) স্থাপনের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫ (১) ধারা মোতাবেক ২ লক্ষ টাকা জরিমানা করেন সংশ্লিষ্ট ব্যক্তিকে। পরে অবৈধ ভাবে চালু করলে স্থাপনাসহ করাত কল(স মিল) ভেঁঙ্গে দেয়া হবে বলে সর্তক করা হয়।