“মন্ডপ ও ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শনে…..লেঃ কর্ণেল আবুল হাসনাত জুয়েল”
আল-মামুন:: কোন দুস্কৃতিকারিকে ছাড় নয় উল্লেখ করে খাগড়াছড়ি সদর (৩০ বীর) জোন অধিনায়ক লেঃ কর্ণেল আবুল হাসনাত জুয়েল বলেছেন, কোন প্রকার আশঙ্কা ছাড়াই সকল সম্প্রদায়ের মানুষের মেলবন্ধনে খাগড়াছড়িতে এবার অনুষ্ঠিত হবে। কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে।
রবিবার (৬ অক্টোবর ২০২৪) সকাল থেকে দুপুর পর্যন্ত খাগড়াছড়িতে শারদীয়া দূর্গাপুজা উপলক্ষে বিভিন্ন মন্ডপ পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি পানখাইয়া পাড়া সড়কে ক্ষতিগ্রস্থ দোকানপাটসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে দেখে জড়িতদের বিষয়ে কড়া বার্তা দিয়ে বলেন, লুটপাটকারী-চোরদের কোন জাত,ধর্ম নেই।
তাদের কাজ বিশৃঙ্খলা সৃষ্টি করে পায়দা লুটা এবং সংঘাতে জড়ানোই তাদের লক্ষ। তাই সকলকে সচেতন থেকে একসাথে পাশাপাশি শান্তি-শৃঙ্খলা স্থিতিশীল রাখার আহ্বান জানান।
এতে খাগড়াছড়ি বিভিন্ন পুজা মন্ডপের পুরোহিত, পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের নেতৃবৃন্দরা এতে উপস্থিত ছিলেন। এতে নেতৃবৃন্দরা নানা সংকট,সমস্যার কথা তুলে ধরে সহায়তা কামনা করেন।