স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ি শহরের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। এ অবস্থায় জেলার সদর উপজেলা এবং পৌর এলাকা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২ অক্টোবর ২০২৪) পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে আসায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
শিক্ষক আবুল হাসনাত মুহাম্মদ সোহেল রানাকে পিটিয়ে হত্যা পর অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে জেলা শহরে অনির্দিষ্টকালের জন্য এ ১৪৪ ধারা জারি করেছিল প্রশাসন। আজ বিকেল ৩টার দিকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন খাগড়াছড়ির জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
এদিকে, ১৪৪ ধারা প্রত্যাহার হলেও আইন-শৃংখলা রক্ষায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। শহরে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, গত ১ অক্টোবর দুপুরের দিকে গণপিটুনিতে খাগড়াছড়ি টেকনিকক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবুল হাসনাত মুহাম্মদ সোহেল রানাকে পিটিয়ে হত্যার পর শহরে পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।