সৈয়দ এম এ বাসার,স্টাফ রিপাের্টার:: “কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” এই প্রতিপাদ্য খাগড়াছড়ির পানছড়িতে কন্যা শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সময় সাতটি সমিতি’র মাঝে সাধারণ অনুদান ও একটি সমিতি’কে বিশেষ অনুদানের চেক বিতরন করা হয়।
সোমবার (৩০ সেপ্টেম্বর ২০২৪) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পানছড়ি সহকারী কমিশনার ভূমি,আবদুল খালেক পাটোয়ারী।
পানছড়ি উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্মকর্তা মনিকা বড়ুয়া’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার অরুপ চাকমা,আই সি টি অফিসার বাবলী খিশা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার ও যুব উন্নয়নের ফিল্ড সুপার ভাইজার উদয়ন চাকমা প্রমূখ। এছাড়া, ৯টি মহিলা সমিতির সভানেত্রীসহ সদস্যরা এতে অংশ নেন।