সৈয়দ এমএ বাসার,স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ি জেলার পানছড়িতে প্রায় ৬ লাখ টাকা সমমূল্যের বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস করেছে পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবি। সোমবার (৩০ সেপ্টেম্বর ২০২৪) বিকেলে পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবির লোগাং জোন সদর দপ্তরে এসব সামগ্রী ধ্বংস করা হয়।
ধ্বংসকালে ৩৬৪ বোতল মদ, ২০১ বোতল বিয়ার এবং ১ কেজি গাঁজা বিদ্যমান ছিল। মাদক,নারী ও শিশু পাচারসহ অন্যান্য চোরাচালান প্রতিরোধ করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে ৩ বিজিবি।
পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক এবং লোগাং জোনের জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. মফিজুর রহমান ভূঁইয়া পিএসসি জানান, পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর কর্মকর্তারা এতে অংশ নেন।
এছাড়াও নিজস্ব গোয়েন্দা দল, বেসামরিক প্রশাসন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সর্বাত্নক সহযোগিতায় আমরা সীমান্তের চোরাচালান রোধে কাজ করে যাচ্ছি। পানছড়িকে মাদক মুক্ত করে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়েনে ৩ বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ।