মো: সোহেল রানা,দীঘিনালা:: উদযাপন করা হয়েছে বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪বিজিরি’র একাদশতম প্রতিষ্ঠা বাষির্কী। রবিবার (২৯ সেপ্টেম্বর ২০২৪) দুপুরের বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪বিজিবি’র সদর দপ্তরে একাদশতম প্রতিষ্ঠা বাষির্কী পালন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠা বাষির্কীর কেক কাটেন খাগড়াছড়ি বিজিবি’র সেক্টর এর রিজিয়ন কমান্ডার কর্নেল মোঃ আব্দুল মোত্তাকিম, এসপিপি,পিএসসি, জি।
পরে ৫৪বিজিবি’র সকল সেনাসদস্যদের সাথে প্রীতিভোজে অংশ নেন কর্নেল মোঃ আব্দুল মোত্তাকিম, এসপিপি,পিএসসি, জি। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে প্রীতিভোজে অংশ গ্রহন করেন বাবুছড়া ব্যাটালিয়ন ৭বিজিবি’র অধিনায়ক লে: কর্নেল মো: মাহমুদুর রহমান পিএসসি,বাঘাইছড়ি মারিশ্যা ব্যাটালিয়ন ২৭বিজিবি’র অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ আতিকুর রহমান,পিএসসি,বাঘাইহাট জোনের ৬ই বেংগলের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ খায়রুল আমিন, পিএসসি।
এছাড়াও দীঘিনালা প্রেসক্লাব সভাপতি মো: সোহেল রানাসহ গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ। বাছাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান, পিএসসি, জি, আমন্ত্রিত অতিথিবৃন্দকে প্রীতিভোজে অংশ গ্রহনের আমন্ত্রণ জানান।