বিটন চৌধুরী,স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ি-রাঙামাটিতে শহীদ ছাত্র জুনান, রুবেল, ধনঞ্জন, অনিকদের স্মরণে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে প্রদীপ প্রজ্বলন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ি শহরের য়ংড বৌদ্ধবিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। তার আগে পুস্পার্ঘ্য ও এক মিনিট নীরবতা পালন করা হয়।
এতে খাগড়াছড়ি জেলা সদরের বিভিন্ন এলাকা থেকে পাহাড়ি শিক্ষার্থী অংশগ্রহণ করে। তারা জানান, আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বলন করেছি।