প্রতিনিধি,রামগড়:: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সন্মানিত শিক্ষকদের উপর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্তৃক ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে সারাদেশের ন্যায় খাগড়াছড়ির রামগড়ে কর্মবিরতি ও মানবন্ধন করে কর্মরত শিক্ষকরা, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) রামগড় শাখার উদ্যোগে ১৮ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে এ মানববন্ধন ও কর্মবিরতির আয়োজন করা হয়।
এ সময় কর্মবিরতি ও মানববন্ধনে উপস্থিত ছিলেন রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) অহিদুল হক নুরী, সিনিয়র শিক্ষক নুরুল হক গাজী,আব্দুল আউয়াল, হারুন অর রশিদ, মহসীনুজ্জামান,মোঃ রাশেদুল ইসলাম, সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ,কে এম মঞ্জুর মোর্শেদ, মোঃ জাহিদুল ইসলাম, আসাদুজ্জামান, মোঃ আব্দুল কাদের, মোঃ হোসেন মনির ও মোঃ আব্দুল হালিম।