মো: সোহেল রানা,স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ি দীঘিনালায় পবিত্র জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুনন্নবী (সা:) উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভায় মধ্যে দিয়ে পালন করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টম্বর ২০২৪) সকাল সাড়ে ৯টায় আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত দীঘিনালা শাখার আয়োজন করে।
পৰিত্ৰ জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নৰী উদযাপন উপলক্ষে কবাখালী, মেরুং, বোয়ালখালী ও বাবুছড়া ইউনিয়ন থেকে ছোট ছোট নিয়ে উপজেলা সড়ক ও জনপদ এর সামনে মিলিত হয়।
পরে এক বনার্ঢ্য জশনে জুলুছের র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় সড়ক ও জনপদ সামনে এসে শেষ হয়। পরে সড়ক ও জনপদ সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর সভাপতি মাও: মো: আসলাম উদ্দিন।
দীঘিনালা উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আত যুগ্ম সম্পাদক মাও: মো: তৌহিদুল আলম’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুলুছ উদযাপন কমিটির আহবায়ক হাফেজ মাও: আবদুচ ছবুর আল কাদরী, দীঘিনালা উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর সম্পাদক মাও: মো: শাজ জাহান শিরাজী, মাওলানা মো: আবুল বাশার, মাওলানা মো: সেলিম, মাওলানা মো:রাশেদুল আলম, দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: জয়নাল আবেদীন প্রমূখ। আলোচনা সভায় শেষ দোয়া মাহফিল ও মিল্লাদ কিয়ামের করা হয়।