সব
facebook raytahost.com
গুইমারায় এডিপির বিশ লাখ টাকার প্রকল্পে লোপাট | Protidiner Khagrachari

গুইমারায় এডিপির বিশ লাখ টাকার প্রকল্পে লোপাট

গুইমারায় এডিপির বিশ লাখ টাকার প্রকল্পে লোপাট

স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ির গুইমারা উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি)র বিশ লাখ টাকার প্রকল্পে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম হয়েছে। প্রকল্পের কাজ না করেই স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী ঠিকাদারি
প্রতিষ্ঠানের সাথে মিলেমিশে দুর্নীতির মাধ্যমে টাকা উত্তোলন করে।

জানা যায়, গত ১৯ মে ২৪ গুইমারা উপজেলার দুই ইউনিয়ন হাফছড়ি ও সিন্দুকছড়িতে ৮টি কাজের বিপরীতে ২০ লাখ ৪৪ হাজার ৫ শ টাকা টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কাজটি পায় ঠিকাদার কবি রঞ্জন ত্রিপুড়া। যার টেন্ডার নং-৯৪৬৪৮০, কন্ট্রাক্ট নং-এডিপি/গুইমারা/২০২৪/০১। কিন্তু প্রকল্পের কাজ শেষ না করেই জুলাই মাসে কাজের পুরো টাকা উত্তোলন করা হয়।

প্রকল্পগুলো,ছোটপিলাক বৌদ্ধ বিহারের পাবলিক টয়লেট নির্মাণ,অশোকারাম বৌদ্ধ বিহারের পাশে ধারকওয়াল নির্মাণ, রোয়াজাপাড়া হিরনজন ত্রিপুড়ার বাসা থেকে অগ্রসেন বাসা পর্যন্ত (হেরিং বোন বন্ড) এইচবিবিকরণ, শনখলাপাড়া অগ্রমৈত্রি বৌদ্ধ বিহারের সংস্কার, হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের সীমানাপ্রাচীর নির্মাণ, উত্তর হাফছড়ি চিন্তাসুখ বৌদ্ধ বিহারের সংস্কার, বাজারপাড়া শ্বশান স্মৃতি সীমাঘরের নিচে ধারকওয়াল নির্মাণ,ধুরংপাড়া জাদি (বুদ্ধের অবশিষ্ঠাংশ দেহের অংশ) উন্নয়ন।

কাজগুলো ঠিকাদার কবি রঞ্জন ত্রিপুড়ার কাছ থেকে কিনে নেন মুক্তা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। এসব প্রকল্পের মধ্যে বেশিরভাগ প্রকল্পের কোনো কাজই হয়নি। কোনো প্রকল্পের কাজ হয়েছে আংশিক। গুইমারা উপজেলা প্রকৌশলী ও কতিপয় অসাধু কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠান আতাত করে কাজ না করেই বিল উত্তোলন করে ভাগ-ভাটোয়ারা করার অভিযোগ উঠে।

অনুসন্ধানে জানা যায়, হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের সীমানাপ্রাচীর, ধুরংপাড়া জাদি উন্নয়ন, উত্তর হাফছড়ি চিন্তাসুখ বৌদ্ধ বিহারের সংস্কার, বাজারপাড়া শ্বশান স্মৃতি সীমা ঘরের নিচে ধারকওয়াল নির্মাণ, এইচবিবিকরণ রাস্তাসহ কয়েকটি প্রকল্পের কাজ না করেই কাগজে কলমে শতভাগ বাস্তবায়ন দেখিয়ে চলতি বছরের জুলাইয়ে বিল উত্তোলন করা হয়েছে।

হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন বলেন, আমার বিদ্যালয়ে কোন কাজই হয়নি। এ বিষয়ে গুইমারা উপজেলা র্নিবাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছি।

গুইমারা উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো: শাহ জাহানের সাথে যোগাযোগ করলে তিনি এ বিষয়ে কোন কথা বলতে রাজি হননি।

গুইমারা উপজেলা সহকারি প্রকৌশলী ও তদারকি কর্মকর্তা রুহুল কুদ্দুস নাঈম জানান, ঠিকাদার বৃষ্টি বর্ষার জন্য মাল নিতে পারেনি। তাই কাজ করা হয়নি। পে-অর্ডার কেটে রেখেছি। সেক্ষেত্রে এটা তো কোনো ফ্যাক্টর না। আমরা কাজ করবো। তিনি পত্রিকায় এ নিয়ে সংবাদ প্রকাশ না করারও অনুরোধ করেন।

ঠিকাদার কবি রঞ্জন ত্রিপুড়া বলেন, কাজ না করে বিল উত্তোলনের বিষয়ে আমি জানি না। উপজেলা প্রকৌশলীকে জিজ্ঞাসা করেন। তিনি বলতে পারবেন।

গুইমারা উপজেলা র্নিবাহী কর্মকর্তা রাজীব চেীধুরী বলেন, কাজ না করেই বিল উত্তোলনের বিষযটি আগে জানতাম না বর্তমানে বিষয়টি নিয়ে অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করে জানতে পেরেছি। কাজের বিষয় ঠিকাদারি প্রতিষ্ঠানকে জানানো হয়েছে। ইতি মধ্যেই তারা অসমাপ্ত কাজ শুরু করেছে এবং তা দ্রুত শেষ করার আশ্বাস প্রদান করেন।

এ বিষয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসক সহিদুজ্জামান বলেন, কাজ সম্পন্ন না করে টাকা উত্তোলনের বিষয়টি জেনেছি। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে আালোপ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে নারী উদ্যোক্তা মেলা

অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে নারী উদ্যোক্তা মেলা

দীঘিনালায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

দীঘিনালায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

দুর্গম এলাকায় সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

দুর্গম এলাকায় সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

সড়কে প্রাণ গেল শিশুর

সড়কে প্রাণ গেল শিশুর

ছেলের দায়ের কোপে প্রাণ গেল বাবার

ছেলের দায়ের কোপে প্রাণ গেল বাবার

অনুপ কুমার চাকমা পাচউবো’র নতুন চেয়ারম্যান

অনুপ কুমার চাকমা পাচউবো’র নতুন চেয়ারম্যান

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com