সব
facebook raytahost.com
দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় রাঙামাটি বিএনপিতে বহিস্কারের হিড়িক | Protidiner Khagrachari

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় রাঙামাটি বিএনপিতে বহিস্কারের হিড়িক

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় রাঙামাটি বিএনপিতে বহিস্কারের হিড়িক

আলমগীর মানিক,স্টাফ রিপাের্টার,রাঙামাটি:: ৫ই আগষ্টে স্বৈরাচারি সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর উদ্ভূত পরিস্থিতির নিয়ন্ত্রণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সহযোগি উচ্ছৃঙ্খল নেতাকর্মীদের ঠেকাতে হাই কমান্ডের নির্দেশনা বাস্তবায়নে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে রাঙামাটি জেলা বিএনপির নেতৃবৃন্দ।

দলটির পক্ষ থেকে ইতিমধ্যেই কাউখালী, কাপ্তাই, রাঙামাটি সদরসহ সর্বশেষ বাঘাইছড়ি উপজেলার ৯জনসহ সর্বমোট ১২ জনকে দল থেকে বহিস্কার করা হয়েছে। রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

বহিস্কারাদেশ পত্রে উল্লেখ করা হয়, ‘জনমনে আতঙ্ক সৃষ্টি, মানুষকে হুমকী, ভয়ভীতি প্রদর্শন, দলের মধ্যে বিশৃংখলা সৃষ্টি ও দলের নেতা কর্মীকে শারীরিক নির্যাতন করাসহ দলের নীতি ও আদর্শ পরিপন্থী বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগ, বহিস্কারের কারণ হিসেবে দেখানো হয়েছে।

শনিবার সর্বশেষ বহিষ্কারকৃতরা হলেন, বাঘাইছড়ি পৌর বিএনপির সদস্য মো. নাছির, বাঘাইছড়ি পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. বখতেয়ার, রাঙামাটি মহিলা কলেজ এলাকার মোহাম্মদ রানা, লিটন, রুবেল, জেলার পুরাতন বাস ষ্টেশনের মোহাম্মদ কালু মিয়া (কসাই কালু), ফারুক, ইকবাল ও জুয়েল।

রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পৃথক তিনটি চিঠি দিয়ে ৯ নেতাকে বহিষ্কারের সিদ্ধান্তটি জানিয়েছেন। উক্ত বহিস্কারাদেশ চিঠিতে জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর স্বাক্ষরও রয়েছে।

প্রকাশিত ওই চিঠিতে বলা হয়েছে: দলীয় পদ পরিচয় ব্যবহার করে আপনি মো. নাছির, সদস্য, বাঘাইছড়ি পৌর বিএনপি এবং মো. বখতেয়ার, যুগ্ম আহবায়ক, বাঘাইছড়ি পৌর স্বেচ্ছাসেবক দল রাঙামাটি পার্বত্য জেলা নিজ স্বার্থে জনমনে আতঙ্ক সৃষ্টি, মানুষকে হুমকী, ভয়ভীতি প্রদর্শন, দলের মধ্যে বিশৃংখলা সৃষ্টি ও দলের নেতা কর্মীকে শারীরিক নির্যাতন করাসহ দলের নীতি ও আদর্শ পরিপন্থী বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে।

এরূপ অপকর্ম হতে বিরত থাকার জন্য কেন্দ্রীয় ও রাঙামাটি জেলা বিএনপি’র পক্ষ থেকে দলের সকল নেতাকর্মীকে বহু বার নির্দেশনা প্রদান করা হয়েছে। কিন্তু আপনি দলের সকল নির্দেশনা অমান্য করে এসকল গঠনতন্ত্র ও শৃংখলা বিরোধী কর্মকান্ড চালিয়ে দলীয় সুনাম ও দলীয় শৃংখলা নষ্ট করছেন।

আপনার এ সকল কর্মকান্ড দলীয় গঠনতন্ত্র ও শৃংখলা বিরোধী হওয়ায় দলের গঠনতন্ত্রের ৫(গ) ধারা মোতাবেক অভ্যন্তরীণ শৃংখলা রক্ষার প্রয়োজনে আপনাকে দলের প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের সংগঠনের পদ থেকে অব্যাহতি প্রদান পূর্বক সাময়িক বহিস্কার করা হলো।

রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন জানিয়েছেন, আমরা কোনো প্রকার বিশৃঙ্খলা সহ্য করবো না। দলের হাইকমান্ডের নির্দেশনা রয়েছে, এখন থেকে যে কারো বিরুদ্ধেই কোনো অভিযোগ পাওয়া যাবে তাকে কোনো প্রকার কারণ দর্শানো ছাড়াই সরাসরি দলের প্রাথমিক সদস্য বাতিল করে বহিস্কার করা হবে বলেও জানিয়েছেন তিনি।

আপনার মতামত লিখুন :

চুক্তি বাস্তবায়ন না করে অপতৎপরতা ব্যস্ত স্বার্থনীশি মহল

চুক্তি বাস্তবায়ন না করে অপতৎপরতা ব্যস্ত স্বার্থনীশি মহল

মাদ্রাসা শিক্ষক পরিষদের খাগড়াছড়ি জেলা সম্মেলন

মাদ্রাসা শিক্ষক পরিষদের খাগড়াছড়ি জেলা সম্মেলন

খাগড়াছড়িতে গণঅধিকার পরিষদের বৈঠক

খাগড়াছড়িতে গণঅধিকার পরিষদের বৈঠক

গুইমারায় উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত

গুইমারায় উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত

হত্যাকারী সন্তু লারমা গাড়িতে জাতীয় পতাকা উঠে

হত্যাকারী সন্তু লারমা গাড়িতে জাতীয় পতাকা উঠে

স্বৈরাচারী সরকারকে ক্ষমতায় টিকিয়ে রেখেছিলো প্রশাসন

স্বৈরাচারী সরকারকে ক্ষমতায় টিকিয়ে রেখেছিলো প্রশাসন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com