খাগড়াছড়িতে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কাউন্সিল বাস্তবায়ন কমিটি গঠন: আহ্বায়ক মাওলানা কারী ওসমান গণি,সদস্য সচিব মাওলানা হেলাল উদ্দিন
স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়িতে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কাউন্সিল বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর ২০২৪) বিকেলে থেকে খাগড়াছড়ি সদরস্থ মহাজন পাড়া এফএনএফ রেষ্টুরেন্ট হলরুমে এ আয়োজন করা হয়।
সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা আশরাফ আলী নিজামপুরী এর নেতৃত্বে হেফাজতে ইসলাম বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার কাউন্সিল অধিবেশন সাংগঠনিক তৎপরতায় গতিশীলতা, কার্যক্রম জোরদারে করণীয়,কার্যপরিচিধি, নিয়ে আলোচনাসহ পার্বত্য চট্টগ্রাম বিষয়ে আলোচনা করা হয় এতে।
এতে হেফাজত নেতা, বৈষম্যহীন পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পূনর্গঠনের দাবী জানিয়ে বলেন, স্বাধীন বাংলাদেশে কোন বৈষম্য বা কেউকে বঞ্চিত করে হয় শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমেই প্রতিটি সেক্টরে স্বচ্ছতা-জবাবদিহীতা আনতে হবে। সুন্দর পরিবেশে এদেশের মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নের দাবী জানানো হয়।
এতে হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হারুন ইজহার চৌধুরী, হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মুফতি শামসুল ইসলাম জিলানী, যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদরীসসহ অন্যানরা উপস্থিত ছিলেন।
কাউন্সিলে, হেফাজতে ইসলাম বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার কমিটি গঠন নিয়ে আলোচনা শেষে “কাউন্সিল বাস্তবায়ন কমিটি গঠন নিয়ে আলোচনা করা হয় সভায়। এতে মাওলানা কারী ওসমান গণিকে আহ্বায়ক ও মাওলানা হেলাল উদ্দিনকে সদস্য সচিব করে ২৭ সদস্য বিশিষ্ট খাগড়াছড়িতে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কাউন্সিল বাস্তবায়ন কমিটি গঠন করা।