“তৃণমূল পর্যায়ে সংগঠনকে গতিশীল করার লক্ষে সভা করে সংগঠনটি”
সৈয়দ এমএ বাসার,স্টাফ রিপোর্টার:: পানছড়ি উপজেলায় তৃনমুল পর্যায়ের সংগঠনকে গতিশীল করার লক্ষে যুবদলের উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর ২০২৪) বিকালে পানছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়।
পানছড়ি উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আফছার এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন, সিঃ যুগ্ন আহবায়ক মোঃ মহরম আলী। ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক মোঃ মমিনুল ইসলাম সোহেল এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন,যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন আনু,লোগাং ইউনিয়নের আহবায়ক কাজী মনির, পানছড়ি ইউনিয়নের আহবায়ক মোঃ মোতালেব ও উল্টাছড়ি ইউনিয়নের আহবায়ক আমিনুল হক প্রমূখ।
এ সময় আরো, পানছড়ি উপজেলা যুবদলের সদস্য ও ইউনিয়ন যুবদলের সদস্যরা অংশ নেয়। এতে উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আফছার বলেন,আমাদের সংগঠনকে গতিশীল করার লক্ষে আপনাদের সহযোগিতায় নিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য কাজ করতে হবে।