ইউএনও’র সাথে নবগঠিত পানছড়ি প্রেসক্লাব নেতৃবৃন্দরের সৌজন্য স্বাক্ষাত
প্রতিনিধি,পানছড়ি:: পানছড়িতে উপজেলা নির্বাহী কমকর্তা (ইউএনও)’র সাথে সৌজন্য স্বাক্ষাত করেছে নবগঠিত “পানছড়ি প্রেস ক্লাব” এর নেতৃবৃন্দেরা। রবিবার (৮ সেপ্টেন্বার ২০২৪) দুপুরে পানছড়ি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশ ও সহকারী কমিশনার (ভূমি) মো.জসিম উদ্দিন সাথে এই সৌজন্য স্বাক্ষাত অনষ্ঠিত হয়।
এতে তিনি পানছড়ি প্রেসক্লাবের সকল বিষয়াদি নিয়ে আলোচনা-পর্যালোচনা করেন। পরে বর্তমান প্রেসক্লাবের সকল সদস্যদের দেশের জন্য কাজ নিরপেক্ষ ভূমিকা পালনের মাধ্যমে দেশ-সমাজের কল্যাণে কাজ করার পরামর্শ দেন।
একই সময় তিনি নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, কলম যোদ্ধারা এদেশকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা করেন পাশাপাশি কলম যোদ্ধারা এদেশ উন্নয়ন-অগ্রযাত্রার অংশীদার। তাই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ-সমাজ এবং কল্যাণকর ভূমিকা বাংলাদেশ অনেক দুর এগিয়ে নিয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন।