সৈয়দ এম এ বাসার,পানছড়ি:: খাগড়াছড়ির পানছড়িতে নব-গঠিত পানছড়ি প্রেসক্লাব কমিটি’র নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে জামায়াত ইসলামী পানছড়ি উপজেলা শাখার নেতৃবৃন্দরা।
বুধবার (৪ সেপ্টেম্বর ২০২৪) বিকেলে পানছড়ির উপজেলার মায়া কানন পার্কে এ মতিবিময় সভার আয়োজন করা হয়। দীর্ঘ বছর পর পানছড়িতে জামায়াত ইসলামীর এমন মনখোলা মতবিনিময় সভার আয়োজন করায় পানছড়ি প্রেসক্লাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।
এতে জামায়াত ইসলামীর পক্ষ থেকে “সুষ্ঠু ও নিরপেক্ষতার সংবাদ প্রকাশের মাধ্যমে দেশ ও জনকল্যাণে কাজ করার আহ্বান জানান।সাংবাদিকরা দল-মত,নির্বিশেষে সকলের পাশে থেকে এক হয়ে কাজ করাসহ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনসহ প্রতিটি ক্ষেত্রে আন্তরিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।”