আল-মামুন:: বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। শনিবার (৩১ আগস্ট ২০২৪) দুপুরে খাগড়াছড়ি সদরের মহিলা কলেজ রোড গোলাবাড়ি মারমা ঐক্য পরিষদের কার্যালয়ে কেক কেটে আলোচনা সভার আয়োজন করে সংগঠনটির নেতারা।
বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ খাগড়াছড়ি সদর উপজেলা শাখার আহবায়ক রাপ্রু মারমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও স্থায়ী কমিটির চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা।
এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক চাইলাপ্রু মারমা, সহ সাধারণ সম্পাদক মংসাথোয়াই মারমা,সহ সাধারণ সম্পাদক নিউসাই মারমা,সহ-সাংগঠনিক সম্পাদক অংগ্য মারমাসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।