আল-মামুন:: খাগড়াছড়িতে আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর জেলা শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার (৩১ আগস্ট ২০২৪) সকাল সাড়ে ১০ টার দিকে খাগড়াছড়ির অরুনিমা কমিউনিটি সেন্টারে এ ত্রান তুলে দেয়া হয় বন্যার্তদের মধ্যে।
এতে সংগঠনটির পক্ষ থেকে বন্যায় ক্ষতি গ্রস্ত প্রতি পরিবারকে- ৫ কেজি চাল, ডাল ১ কেজি, আলু ১কেজি. তৈল ১ কেজি করে ১৫০টি পরিবারকে তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দরা।
এ সময় উপস্থিত ছিলেন, আহলে সুন্নাত জামা আতা সেক্রেটারি অ্যাডভোকেট আখতার উদ্দিন মামুন,সহ-সভাপতি কাজী মাওলানা আবু তাহের আনসারী। আরো উপস্থিত ছিলেন জেলা নেতা বিএসসি এটিএম নেছারুল্লা এছাড়াও গন্যমান্যরা অংশ নেন।
সংগঠনের পক্ষ থেকে নিজ নিজ অবস্থান থেকে মানবিক বিবেচনা থেকে স্বাধ্যমত বাংলাদেশ বন্যা দূর্গতের জন্য সহায়তা হাত বাড়িয়ে দিতে সকালের প্রতি আহবান জানান।