সব
facebook raytahost.com
মেঘালয় পুলিশের কাছে সাবেক ছাত্রলীগের নেতার মরদেহ | Protidiner Khagrachari

মেঘালয় পুলিশের কাছে সাবেক ছাত্রলীগের নেতার মরদেহ

মেঘালয় পুলিশের কাছে সাবেক ছাত্রলীগের নেতার মরদেহ

ডেস্ক রিপাের্ট:: পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না (৬০) ভারতে যাওয়ার সময় মারা গেছেন। তার মরদেহ ভারতের মেঘালয় রাজ্যের উমকিয়ং থানা পুলিশের হেফাজতে আছে বলে জানিয়েছেন স্বজনরা। ইতোমধ্যে মরদেহ দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন তার বড় ভাই জাফর আলী খান।

তিনি বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মরদেহ দেশে আনার জন্য মঙ্গলবার আবেদন করেছি। আবেদনে মেঘালয় রাজ্যের শিলংয়ে অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনারের কার্যালয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার বিষয়ে বলা হয়েছে।’

ইসহাক আলী খান পান্নার বাড়ি পিরোজপুরের কাউখালী উপজেলার চিড়াপাড়া ইউনিয়নের বেকুটিয়া গ্রামে। তিনি জেলা আওয়ামী লীগের সদস্য এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। একসময় দৈনিক বাংলার বাণীতে সাংবাদিকতা করেছেন। পিরোজপুর প্রেসক্লাবের সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

ইসহাক আলীর আত্মীয় জসিম উদ্দিন খান বলেন, ‘ঘটনার পর থেকে আমরা ইসহাক আলী খানের সঙ্গে থাকা কয়েকজনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছি। তারা আমাদের জানিয়েছেন, গত সোমবার উমকিয়ং থানা পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। মরদেহ এখন পুলিশের হেফাজতে মর্গে আছে। আমরা দ্রুত ভারত থেকে মরদেহ দেশে আনার চেষ্টা করছি।’

স্বজনরা জানান, শনিবার ভোররাতে মেঘালয়ের ডাউকি এলাকায় পাহাড় পার হওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয় মারা যান ইসহাক আলী। এরপর সোমবার মেঘালয় রাজ্যের উমকিয়ং থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, শেখ হাসিনা সরকারের পতনের পর ইসহাক আলী খান রাজধানী ঢাকায় আত্মগোপনে ছিলেন। এরপর ভারতে যাওয়ার উদ্দেশ্যে সিলেটে যান। শনিবার ভোর ৪টার দিকে তিনিসহ কয়েকজন সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল এলাকা দিয়ে ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি এলাকায় যান। ভোর ৬টার দিকে ওই এলাকার একটি পাহাড়ে ওঠেন। পাহাড় পার হয়ে তাদের গন্তব্যে যাওয়ার কথা ছিল।

ইসহাক আলী খানের সঙ্গে থাকা চট্টগ্রামের আমিন নামের এক ব্যক্তির বরাত দিয়ে স্বজনরা জানান, পাহাড়ে ওঠার পর ইসহাক আলী খানের শ্বাসকষ্ট বেড়ে যায়। তিনি ঠিকমতো হাঁটতে পারছিলেন না। সঙ্গে থাকা দুই ব্যক্তি তাকে নিয়ে পাহাড়ি পথ ধরে চলার সময় তিনি মারা যান।

তবে অন্য একটি সূত্র বলছে, বিএসএফের তাড়া খেয়ে তার মৃত্যু হয়। ওই দিন সন্ধ্যায় ইসহাক আলী খানের মরদেহের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে স্বজন ও দলীয় নেতাকর্মীরা শোক প্রকাশ করেন। ছবিতে দেখা যায়, ইসহাক আলীর একটি পায়ের নিচের দিকে রক্ত ঝরছে।

১৯৯৪ সালে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন তিনি। সর্বশেষ জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। ২০১৪ সালে তিনি পিরোজপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান। কিন্তু ১৪-দলীয় জোটকে আসনটি ছেড়ে দেওয়ায় তাকে সরে দাঁড়াতে হয়।

আপনার মতামত লিখুন :

এর আরও খবর
পাহাড়িদের অস্তিত্ব কেড়ে নিতে চাইলে বরদাস্ত করবো না

পাহাড়িদের অস্তিত্ব কেড়ে নিতে চাইলে বরদাস্ত করবো না

সচিবালয়ে আগুন নেভাতে এসে সোহানুর এর মৃত্যু

সচিবালয়ে আগুন নেভাতে এসে সোহানুর এর মৃত্যু

ত্রিপুরা বসতি জ্বালিয়ে দেয়াসহ হামলায় নিন্দা

ত্রিপুরা বসতি জ্বালিয়ে দেয়াসহ হামলায় নিন্দা

জনবাণী সম্পাদকসহ হামলায় ৪ সাংবাদিক আহত

জনবাণী সম্পাদকসহ হামলায় ৪ সাংবাদিক আহত

না ফেরার দেশে উপদেষ্টা হাসান আরিফ

না ফেরার দেশে উপদেষ্টা হাসান আরিফ

ভূমি সংস্কারে পার্বত্য চুক্তি বহুলাংশে স্বার্থক হবে

ভূমি সংস্কারে পার্বত্য চুক্তি বহুলাংশে স্বার্থক হবে

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com