পার্বত্য চট্টগ্রামে রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে
স্টাফ রিপাের্টার:: “মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে” খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। বৃহস্পতিবার (২৯ আগস্ট ২০২৪) সকাল ১১টার দিকে স্বনির্ভর থেকে বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক ঘুরে চেঙ্গি স্কয়ার গিয়ে সমাবেশে করে।
সমাবেশে বক্তব্য রাখেন,ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর অন্যতম সংগঠক লালন চাকমা,পার্বত্য নারী সংঘের সভাপতি কনিকা দেওয়ান,বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের জেলা সভাপতি শান্ত চাকমা,গণতান্ত্রিক যুব ফোরামের জেলা সভাপতি ক্যামরন দেওয়ান ও হিল উইমেন্স ফেডারেশনের জেলা আহ্বায়ক এন্টি চাকমা প্রমুখ।
বক্তারা বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময় এদেশকে লুটপাট করে দমন-পীড়ন চালিয়েছে। যে দমন-পীড়ন থেকে রক্ষা পায়নি পাহাড়ের আঞ্চলিক সংগঠনের নেতাকর্মী থেকে শুরু করে নিরপরাধ সাধারন মানুষরাও। সাধারন মানুষকে বাকরুদ্ধ করে জালিম শেখ হাসিনার সরকার এক অরাজক বাংলাদেশ তথা পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলে ছিলো।
বিগত আওয়ামী লীগ সরকারের নির্যাতন,দমন-পীড়ন দিয়ে বাকরুদ্ধ জনগণের স্বাধীনতা হরণ করছে উল্লেখ করে রাজনৈতিক উদ্দেশ্যে আটক ইউপিডিএফ ও তার সামালী সংগঠনের কর্মীদের মুক্তি এবং যন্ত্রমূলক মিথ্যামুলক মামলা প্রত্যাহারের দাবী জানানো হয় বিক্ষোভ মিছিল শেষে আযোজিত সমাবেশ থেকে।